
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, অনেকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, আমাদের মত অনেক ছেলেরা বাবা মাকে খাবার দেয় না অথচ আজ পর্যন্ত আমার কানে আসেনি কোন আলেম ছেলে তার বাবা মাকে খাবার দেয় না। কারণ ওরা বাবা মাকে দেখলে মাথানত করে চলে। কারণ ওরা জানে বাবা মাকে কষ্ট দিলে তারা বেহেশতে যেতে পারবে না।
শনিবার (১৭ মে) রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে ইমাম সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, দুঃখের বিষয় হল গত সতেরো বছর ইমামদের উপর দিয়ে নির্যাতনের বুলড্রোজার চলেছে। আপনারা ন্যায় কথা বলতে পারেননি। কিছু বললে আপনাদের হাদিসের বই দিয়ে জঙ্গি বলে এ্যারেস্ট করে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, আজকের এই ইমাম সম্মেলনে আপনারা এখানে এসে আমাদের গর্বিত করেছেন। ইমামরা এলাকার সবচেয়ে সম্মানিত ব্যাক্তি। এটা আমি সবসময় মেনে চলি। কারণ আমরা এই ইমামদের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করি। আমরা তাকিয়ে থাকি আমাদের ভুল হলে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন।
রূপগঞ্জে দেখেছি ওয়াজে যুবলীগ, ছাত্রলীগের ছেলের পেছনে দাঁড়িয়ে বলত হুজুর খবরদার এ সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না। এভাবেই আপনাদের তারা দমিয়ে রেখেছিল।
আপনারা সমাজকে ঠিক করতে এগিয়ে আসলে আমরা আপনাদের পেছনে থাকবো। আমি সবসময় কমিটি গঠনের সময় ইমাম সাহেবদের সাথে রাখতাম। কারণ তারা সবসময় ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে। আমি আবারও এভাবে এলাকাগুলোতে বিচার ব্যাবস্থা শুরু করতে চাই। শুধু দলীয় লোকেরা না, বিচার করবেন ইমাম সাহেবরা।
তিনি বলেন, আজ পর্যন্ত অনেকে এসেছে মসজিদ বানাবে টাকার প্রয়োজনে। অথচ আজ পর্যন্ত কেউ এসে বলেনি ইমাম সাহেবের বেতটা একটু বাড়াতে হবে। তবুও আপনাদের কাপড় যেমন পরিষ্কার থাকে আপনাদের মনও তেমন পরিষ্কার থাকে। আমি গোলাকান্দাইল ইউনিয়নে বলে গেলাম মসজিদ কমিটির নেতাদের ইমামদের বেতন যতটুকু হওয়া দরকার ততটুকু আপনারা দিবেন, নয়ত আমার কাছে চাইবেন আমি আপনাদের বেতনের টাকা দিয়ে দিবো।