শনিবার, ১৭ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০০, ১৭ মে ২০২৫

রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজন 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি।

ঐতিহাসিক মুড়াপাড়া কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

এসময় আয়োজনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আগামী ৩০ তারিখে আমাদের রূপগঞ্জের মুড়াপাড়া কলেজে আয়োজন হবে। আপনারা সকলেই সেখানে সপরিবারে আমন্ত্রিত। এ প্রেরণা নিয়ে আমরা যেন প্রতি বছর এমন অনুষ্ঠান করতে পারি এবং জিয়াউর রহমানের প্রেরণা নিয়ে দেশ যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।