রোববার, ১৮ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দিনের ভোট রাতে করে নির্বাচিত হতে চাই না : কাজী মনির 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ১৭ মে ২০২৫

দিনের ভোট রাতে করে নির্বাচিত হতে চাই না : কাজী মনির 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমি দিনের ভোট রাতে করে নির্বাচিত হতে চাই না৷ বিএনপি জনগণের সমর্থনে বিশ্বাস করে। জনগণ সমর্থন করলে বিএনপি সরকারে যাবে, জনগণ সমর্থন না করলে বিএনপি বিরোধীদলে থাকবে। 

শনিবার (১৭ মে) রূপগঞ্জের তারাব পৌরসভায় বিএনপির ৩১ দফা দাবীতে আয়েজিত সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এ দেশকে এই জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য। দীর্ঘ পনেরো বছর দিন রাত এক করে তারেক রহমান যেভাবে কষ্ট করেছেন। তিনি অত্যন্ত যোগ্য ও দূরদর্শী নেতা। তিনি এ জাতিকে মুক্তির সনদ ৩১ দফা দিয়েছেন। সকল খাতের শ্রেনী পেশার মানুষের জন্য তিনি ৩১ দফা দিয়েছেন। 

তিনি আরো বলেন, এ দেশটা আমাদের সবার। শেখ হাসিনা ভারত, এ দেশ তার বাপের। আমরা মনে করি এ দেশ আমাদের সবার। আমি এ দেশে কোন বিশৃঙ্খলা চাই না। মুক্তিযুদ্ধ আমার ব্যাক্তিগত অর্জন নয়। আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এ স্বাধীনতা সারা বাংলাদেশের সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য। 

আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। কোনভাবেই যেন এ আন্দোলন বৃথা না যায়। আজকে গাছ লাগালে কী কালকেই ফল দিবে, জোর করে তো গাছে ফল ফলাতে পারবেন না। স্বৈরাচারকে আমরা বিদায় করেছি। এখন অবিলম্বে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকার চাই। সেই নির্বাচনে যে দলের সরকারই আসুক।