
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব
প্রতিবছর বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় নাকাল হয় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সাধারণ মানুষ। রাস্তা-ঘাট তলিয়ে যায় পানিতে, ঘরবন্দি হয়ে পড়ে হাজারো পরিবার। এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের কথা শুনে এবার পানিবন্দি মানুষের খোঁজ নিতে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় ফতুল্লার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় রাজীবের সঙ্গে ছিলেন জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, যুবদল-ছাত্রদলের কর্মীরা এবং পানিবন্দি ভুক্তভোগী এলাকাবাসী।
ফতুল্লার লালপুর, পৌষার পুকুর পাড় এলাকার বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষাকালে তারা একই পরিস্থিতির শিকার হন। একটানা বৃষ্টির কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পানির কোনো সুষ্ঠু নিষ্কাশন নেই। ফলে দিনের পর দিন কাঁদা পানি ও দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকতে হচ্ছে তাদের। রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্কুলগামী শিশু ও কর্মজীবী মানুষদের চলাচলেও তৈরি হয় চরম দুর্ভোগ।
পানিবন্দি মানুষের সাথে কথা বলেন রাজীব। তিনি অভিযোগ করেন, ফতুল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। অথচ এখানকার নাগরিক সুযোগ-সুবিধা অপ্রতুল। স্থানীয় জনপ্রতিনিধিরা বছরের পর বছর ধরে জনগণের কষ্ট দেখেও নীরব। উন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।
তিনি আরও বলেন, জলাবদ্ধতার এই সমস্যা দল-মত নির্বিশেষে মানবিক একটি বিষয়। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে একটি জরুরি কর্মপরিকল্পনা প্রণয়ন করবো।
মাশুকুল ইসলাম রাজীব বলেন, নারায়ণগঞ্জের অনেক এলাকা এখন উন্নয়নের নামে ভোগান্তির ‘মডেল’। কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তব চিত্র ভয়াবহ। বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে যায়। মানুষ ঘর থেকে বের হতে পারে না। দোকানপাট, স্কুল, মাদ্রাসা সবই স্থবির হয়ে পড়ে। প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিরা দায় এড়াতে পারেন না।
তিনি আরও বলেন, আমাদের দাবি, অবিলম্বে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (LGED) ও সিটি করপোরেশন যৌথভাবে জরিপ চালিয়ে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করুক। এছাড়া ফতুল্লা অঞ্চলে খাল ও ড্রেন পুনঃখনন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, এবং পাম্প স্থাপন করা জরুরি।
রাজীবের আগমনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আশার আলো সৃষ্টি হয়। অনেকে জানান, এটি যদি লোক দেখানো না হয়ে বাস্তবিক কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত হয়, তাহলে তাদের দীর্ঘদিনের কষ্টের কিছুটা হলেও অবসান হবে।