বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গিয়াস উদ্দিন মরে যায় নাই: গিয়াস উদ্দিন  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৩, ৬ আগস্ট ২০২৫

গিয়াস উদ্দিন মরে যায় নাই: গিয়াস উদ্দিন  

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন

ঐতিহাসিক ৫ আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে ফতুল্লায় বিজয় র‍্যালি করেছে বিএনপি। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে ফতুল্লা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।   

এসময় তিনি বলেন, কোন ষড়যন্ত্র আপনাদের কিছু করতে পারবে না। আপনাদের ভয়ের কিছু নেই। গিয়াস উদ্দিন এখনও আছে। গিয়াস উদ্দিন মরে যায় নাই, রাজনীতি ছেড়ে যায় নাই। কাজেই এতো আস্ফালন ভালো না। সব কিছু লিমিটেশনের মধ্যে থাকতে হবে। 

তিনি আরও বলেন, বেয়াদবের ইহকালও নাই, পরকালও নাই।  এ সময় দলটির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গত বছর এই দিনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই বিজয় সারা দেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল।  ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই র‍্যালিতে অংশ নেয়। 

র‍্যালি শেষে মুহাম্মদ গিয়াসউদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।