
বিজয় র্যালীতে দিপু ভূঁইয়া
ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগাদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বুধবার (৬ আগষ্ট) দুপুরে বিশাল মিছিল নিয়ে বিজয় র্যালীতে যোগদান করেন দিপু।
এর আগে দুপুর থেকেই ঢাকার নটরডেম কলেজ এলাকায় জড়ে হতে শুরু করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের হাজারও নেতাকর্মী। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে নয়াপল্টন যান দিপু ভূঁইয়া।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।