
ফাইল ছবি
নারায়ণগঞ্জে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার ২০৮ নারায়ণগঞ্জ -৫ ও ২০৬ নারায়ণগঞ্জ -৩ আসনের সীমানা নির্ধারণের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন এ আসনের বিগত নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়নের জন্য মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বৃহস্পতিবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এই চিঠি তুলে দেন তিনি।
চিঠিতে তিনি জানান, সংসদীয় আসন ২০৮, নারায়নগঞ্জ-৫ আসনে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বিনীত নিবেদন করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা (১) এর উপ-দফা (গ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৮ এর উপধারা (১)(খ) অনুযায়ী জাতীয় সংসদ-সদস্যের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিষয় উল্লিখিত নির্বাচনী এলাকাসমূহের সীমানা পুনঃনির্ধারণ করা হয়।
উপর্যুক্ত আইনের ধারা ৬ এর উপধারা (২) অনুসারে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজনকে কথা বিবেচনায় রাখার কথা থাকলেও “২০৮ নারায়ণগঞ্জ – ৫” এর সীমানা নির্ধারণের ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট লঙ্গন করা হয়েছে।
প্রকৃত পক্ষে নারায়ণগঞ্জ - ৫ আসনটি সদর থানার ২টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১৭ টি ওয়ার্ড এবং বন্দর থানা/উপজেলার ৫ টি ইউনিয়ন নিয়ে ঘটিত। স্বাধীনতার পর হতে সকল নির্বাচনে আঞ্চলিক অখণ্ডতা বিবেচনায় বন্দর থানার ৫ টি ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ড এলাকা একত্রে ছিল। আঞ্চলিক ভাবে বন্দর উপজেলাটির পশ্চিমে শীতলক্ষ্যা নদী এবং পূর্বে ব্রক্ষ্মপুত্র নদী দ্বারা অখণ্ডিত ও আবদ্ধ। প্রশাসনিক ভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯-২৭ নং ওয়ার্ড এবং বন্দর উপজেলা ৫টি ইউনিয়ন একটি প্রশাসনিক থানার অন্তর্গত। এমতাবস্থায় বন্দর থানার ৫ টি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৩ আসনের সাথে অন্তর্ভুক্ত করে সীমানা নির্ধারণ করা হলে প্রশাসনিক ও নির্বাচনি সুব্যবস্থা নষ্ট হবে এবং জনগনের ভোগান্তি বাড়বে।
তাছাড়া নারায়ণগঞ্জ-৫ আসন ভুক্ত একটি পুরাতন এবং ঐতিহাসিক জনপথ বন্দর উপজেলার অখণ্ডতা বিনষ্ট হয় যা প্রকাশিত বিজ্ঞপ্তির সীমানা পুনঃনির্ধারণে অনুসরণীয় পদ্ধতির ঘ, ঙ, ছ, জ, ঞ, ট ক্রমিকের সুস্পষ্ট লঙ্গন। তাই প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে বন্দর থানাকে অখণ্ড রেখে নির্বাচনি সুব্যবস্থা, জনগণের সেবা নিশ্চিতকল্পে, বন্দর থানার ৫ টি ইউনিয়ন তথা উপজেলাকে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত রাখার আবেদন করছি।