
ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদসহ নগর নেতৃবৃন্দ যানজট, জলাবদ্ধতা ও নাগরিক সমস্যা নিয়ে সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলমের সাথে মতবিনিময় করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫এর সাবেক সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম মুন্সী, নগর অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মুহা. শফিকুর রহমান প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, শহরে যানজটের কারনে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। অনেকবার আমরা এ ব্যাপারে বিভিন্ন মহলে আলোচনা করেছি এবং তারাও বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছেন। তাপরও সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাইনি। তাছাড়াও বৃষ্টির কারণে জলাবদ্ধতা এটা নতুন সমস্যা নয়। আমরা আশা করি অচিরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাগুলো আশু সমাধানের ব্যবস্থা করবেন।
সুলতান মাহমুদ বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন নাগরিক সেবাগুলো সহজতর করতে আহবান জানান। যেমন অনলাইন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, জাতীয় সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি। ওয়ার্ড কাউন্সিলর না থাকায় সেবাগুলো পেতে একটু কষ্টকর ও সময় সাপেক্ষ হয়ে গিয়েছে।