
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার
কেউ যদি স্বৈরাচারী হতে চায় তাদের উদ্যেশে হু শিয়ারী দিয়ে বলেন হাসিনা ও ৪১ সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, দেশের জনগণ তা বাস্তবায়ন হতে দেয়নি।
৭ আগষ্ট শহরের আলী আহমাদ চুনকা নগর পাঠাগারে মহানগর ছাত্রশিবিরের উদ্যােগে এস এস সি /দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি স্মরণ করি ২৪ এর গনঅভ্যুত্থানে যেসকল ছাত্র শহীদ হয়েছেন। তাদের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। শুকরিয়া আদায়ের মাধ্যমে তিনি বলেন গত বছর এভাবে কোনো অনুষ্ঠান হয়নি, বরং শেখ হাসিনা তার দলীয় বাহিনী দিয়ে ২০৪১ সালের এর স্বপ্ন দেখেছিল। কিন্তু এতো আয়োজনের পরেও তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু মাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করতে পারবেনা। যারা দীর্ঘ দিন ক্ষমতা চালিয়েছে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ছিল না। এজন্য আমাদের দেশ প্রতিনিয়ত নিঃস্ব হয়ে যাচ্ছে। একসময় ছাত্ররা যখন গাড়ির দিকে নজর দিয়েছে, তখন দেখেছেন আমাদের প্রায় সকল গাড়ি ফিটনেস বিহীন। ড্রাইভারদের জিজ্ঞেস করলে বলতো হাওয়ার উপর চলে।
তিনি আরও বলেন, আল্লাহর রাসূলকে এক সাহাবী নসিহত করতে বললেন, তিনি তখন তাকওয়ার উপর নসিহত করলেন। আমাদের এই জীবনে যা কিছু তাকওয়ার উপর হবে পরকালের জীবন জান্নাতি হবে। আবু সাইদ, মুগ্ধ যখন প্রাণ দিয়ে তোমাদের উপর দেশ অর্পন করেছে,তাতে নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।