শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে: রেজাউল করিম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ৯ আগস্ট ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে: রেজাউল করিম

অধ্যাপক মো. রেজাউল করিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশে যখন ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয় তিনি তখন লন্ডন থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনায় ছাত্র, জনতা ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে দেশ থেকে বিতাড়িত করেন। ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৫আগস্ট দেশ ছেড়ে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যান। তিনি আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।

শুক্রবার বিকেলে সনমান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূতি উদযাপন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও আলোচনা সভায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সনমান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, ঢাকা জজ আদালতের আইনজিবী শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁ থানার বিএনপি সহ সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার প্রমুখ। এসময় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীলা উপস্থিত ছিলেন।