
জামায়াতের উদ্যােগে উঠান বৈঠক
নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা জামায়াতের উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ আগষ্ট সকালে নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা ১৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন চব্বিশের আন্দোলন এক বছর পার হলেও এর সুফল কিন্তু জনগণ এখনো পায়নি। যার জন্য কয়েক হাজার ছাত্র জনতা জীবন দিলো। সেই সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব এখনো চলছে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এসময় তিনি ছাত্র জনতার উদ্যেশে আরো বলেন এবার দূর্নীতির বিরুদ্ধে একটি সংগ্রাম করতে হবে। আর তা হবে আগামী নির্বাচনে সৎ যোগ্য ন্যায়পরায়ন ব্যক্তিকে নির্বাচিত করার আহবান রইলো।
উঠান বৈঠক শেষে মাওলানা মাঈনুদ্দিন আহমাদ ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর এলাকার অলি গলিতে নির্বাচনী সালাম বিনিময় করেন। এবং গণসংযোগকালে এলাকার জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
এসময় থানা আমীর খলিলুর রহমান (টিটুর) সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আলী আহমাদ, ১৮ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন মোল্লা, ১৮ নং ওয়ার্ড দক্ষিণ সভাপতি মাসুদুল ইসলাম সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।