শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিনা নোটিশে কাটা সড়ক, তীব্র যানজট নারায়ণগঞ্জজুড়ে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৯, ৯ আগস্ট ২০২৫

বিনা নোটিশে কাটা সড়ক, তীব্র যানজট নারায়ণগঞ্জজুড়ে

পঞ্চবটি টু মুক্তারপুর রোডের শাহী মসজিদ পয়েন্টে সম্পুর্ণ রাস্তা কাটা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি টু মুক্তারপুর রোডের শাহী মসজিদ পয়েন্টে নতুন পিলার নির্মাণের জন্য সম্পুর্ণ রাস্তা কাটা অবস্থায় পড়ে আছে। বিনা নোটিশে রাস্তাটি কেটে ফেলায় পঞ্চবটী থেকে মুক্তারপুর, চাষাঢ়া, পোস্তগোলা পর্যন্ত পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ আগষ্ট) ফতুল্লার পঞ্চবটী এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এদিকে প্রকল্প কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১০টার আগে এই রাস্তাটি তারা খুলতে পারবে না।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পঞ্চবটী শাহী মসজিদের সামনে বর্তমানে রাস্তায় ব্লক দিয়ে রাস্তা বন্ধ করে খননের কাজ চলছে। শুক্রবার রাত ৮টার দিকে রাস্তাটি বন্ধ করে দেয় তারা। এর আগে শুক্রবার সকাল থেকেই এই এলাকায় তীব্র যানজট ছিল।

স্থানীয়রা জানান, কোনরকম আগাম নোটিশ না দিয়ে রাস্তা সম্পূর্ণ বন্ধ করার ফলে পঞ্চবটি থেকে মুক্তারপুরগামী যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত সড়কেও যানবাহন চলাচল প্রচন্ড ব্যাহত হচ্ছে। 

ঘুরে দেখা যায় রাত পর্যন্ত শহরের পুলিশ লাইন এলাকা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দাড়িয়ে আছে। তবে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ থাকলে চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত পুরে রাস্তায় যানবাহন চলাচল থেমে যাবে।