মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরে উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ২০ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরে উদ্যোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরকে পরিবেশ দূষণ থেকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। 

এরই অংশ হিসেবে গত শনিবার কক্সবাজার জেলার রামুতে অবস্থিত পরিবেশবান্ধব প্রতিষ্ঠান “কক্সবাজার পৌরসভা প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত কারখানা” পরিদর্শন করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল এর নেতৃত্বে একটি যৌথ প্রতিনিধি দল এ পরিদর্শনে অংশ নেয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক সোহেল আক্তার সোহান, জাকারিয়া ওয়াহিদ ও আহম্মেদুর রহমান তনুসহ আরও অনেকে।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানান, কক্সবাজার পৌরসভার এই প্রকল্পটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি সফল উদাহরণ। নারায়ণগঞ্জ শহরেও একই ধরনের প্লাস্টিক রিসাইকেলিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে একদিকে পরিবেশ দূষণ রোধ সম্ভব হবে এবং অন্যদিকে প্লাস্টিক বর্জ্য অর্থনৈতিক সম্পদে পরিণত হবে। 

প্রশাসক ড. আবু নছর বলেন, নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় আমাদের লক্ষ্য টেকসই সমাধান তৈরি করা। প্লাস্টিক বর্জ্য এখন আর বোঝা নয়, এটি হবে শহরের সম্পদ।

অন্যদিকে নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, শিল্পনগরী নারায়ণগঞ্জে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে এই বর্জ্য থেকেই নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব।

প্রতিনিধি দলের এই পরিদর্শনের মাধ্যমে নারায়ণগঞ্জে একটি আধুনিক, পরিবেশবান্ধব প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত প্রকল্প বাস্তবায়নের পথ আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।