বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে আন্তর্জাতিক মানের শপিং সেন্টার নিয়ে আসছে সিমান্ত সম্ভার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৩, ২২ অক্টোবর ২০২৫

না.গঞ্জে আন্তর্জাতিক মানের শপিং সেন্টার নিয়ে আসছে সিমান্ত সম্ভার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের জালকুড়ি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে সিমান্ত সম্ভার নামের আন্তর্জাতিক মানের শপিং সেন্টার তৈরি হচ্ছে। এতে করে ঢাকার বদলে নারায়ণগঞ্জেই আন্তর্জাতিক মানের শপিং সেন্টার ব্যাবহার করতে পারবে নারায়ণগঞ্জবাসী। 

শেলটেকের মাধ্যমে তৈরি হলেও বিজিবির মালিকানাধীন জায়গায় তৈরি এই সিমান্ত সম্ভারের মূল মালিকানা বিজিবির। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি মার্কেট হতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে শপিং কমপ্লেক্সের সকল দেকান বরাদ্দ হয়ে গেছে।

শপিং সেন্টারটির প্রথম তলায় জেন্টস ফ্যাশনস, দ্বিতীয় তলায় জুয়েলারি, তৃতীয় তলায় লেডিস ফ্যাশনস, চতুর্থ তলায় কিডস ফ্যাশন, পঞ্চম তলায় ইলেক্ট্রনিকস, ষষ্ঠ তলায় ফুটওয়্যার, সপ্তম তলায় কনভেনশন হল ও এখানে তিনটি সিনেপ্লেক্সও রয়েছে। এছাড়াও এখানে রেস্টুরেন্ট ও ফুটকোর্টের ব্যাবস্থা রয়েছে। 

এর ফলে শপিং, সিনেমা দেখাসহ যাবতীয় নানান প্রয়োজনে নারায়ণগঞ্জবাসীকে আর ঢাকা যেতে হবে না। নারায়ণগঞ্জের এই সিমান্ত সম্ভার থেকেই তাদের সকল চাহিদা তারা মেটাতে পারবে।