ফাইল ছবি
দেশের জনগন বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আওয়ামীলীগ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগন ভোট দিতে পারেনি। রাতের আধারে জনগনের ভোট চুরি করে তাদের পালিত ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে ভোট চুরি করেছে। ফলে তারা নিজের ভোট দিতে পারেননি। এখন ভোটের অপেক্ষায় রয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক গতকাল শনিবার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় বিএনপি ধানের শীষ প্রতীক সম্বলিত টি-শার্ট ও ক্যাপ বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন,আওয়ামীলীগ মৃত ব্যাক্তিদের ভোটও দিয়েছেন। বহু বছর আগে মারা গিয়েছেন সেই ব্যক্তিদের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছেন আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে বিএনপিসহ প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানীমূলক মামলায় জেল খাটিয়েছেন। বাড়ি ছাড়া করেছেন। বর্তমানে তারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৩১ দফা আগামীর স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সে লক্ষ্যে ৩১ দফা প্রচার করছেন।
এসময়জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,কাউছার হামিদ, দপ্তর সম্পাদক আল আমিন মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক আনছর আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

