এম এস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানা
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প এলাকায় একটি ডায়িং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার বিসিকে অবস্থিত এম এস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—কারখানার শ্রমিক আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং নিরাপত্তা সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানার নিচতলার বয়লার রুমে কাজ করছিলেন শ্রমিকরা। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ছয়জনের শরীরের বড় অংশ পুড়ে যায়। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণে দগ্ধ ছয় জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

