শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মান্নান সাহেবের বক্তব্য বিকৃত করা হয়েছে : রবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৭, ১৪ নভেম্বর ২০২৫

মান্নান সাহেবের বক্তব্য বিকৃত করা হয়েছে : রবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, মান্নান সাহেবের একটি বক্তব্য বিকৃত করা হয়েছে। এক ভুয়া সাংবাদিক যে তার পত্রিকার নামও ঠিকমত বলতো পারে না, মান্নান সাহেব বলেছেন আপনারা বিএনপিকে চাঁদাবাজ বানিয়েছেন, মির্জা আব্বাসকেও চাঁদাবাজ বানিয়ে দিয়েছেন। আপনারা বক্তব্যটা আবারও শুনবেন। এআই দিয়ে বট বাহিনীর কর্মীরা এগুলো এডিট করে প্রচার করছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডে বিএনপির প্রীতি সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আপনাদের কাছে আমি বিচার চাই। আপনাের অনুরোধ করবো আপনারা তথ্যের বাইরে যাবেন না। আপনারা একেকজনে দশটা পাঁচটা আইডি করবেন। এগুলো করে ভুয়া সাংবাদিকের তথ্য যেখানে দিবে সেখানে ঢুকে গোষ্ঠী উদ্ধার করবেন। তারা ভুল তথ্য সরিয়ে নিবে। তাছাড়া কারও রক্ষা নেই।

তিনি আরও বলেন, কিছু শিল্পগোষ্ঠী ভূমিদস্যু, আমার হিন্দু মা বোনদের সম্পত্তি গ্রাস করেছে৷ তারা যুগের পর যুগ ধরে এখানে পূজা করে। ব্রিটিশরা আইন করে গিয়েছিল হিন্দুদের দেবোত্তর সম্পত্তি ও মুসলমানদের ওয়াকফ। আইন ছিল দেবতার মূর্তি স্থাপনের পর সেই জায়গা থেকে এটা সরানো যাবে না। আপনারা মান্নান সাহেবকে ভোট দিন। মান্নান সাহেব ওয়াদা করবেন তিনি এই জমি দখলমুক্ত করে দিবেন।