শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩০, ২৩ জানুয়ারি ২০২৬

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

ফাইল ছবি

ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের ফতুল্লার যুবলীগ নেতা তৈয়বকে (৫৫) গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তৈয়বকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তৈয়ব ফতুল্লা মডেল থানার শিয়াচর গণি হাজী বাড়ি এলাকার বাসিন্দা মৃত আক্কাস আলীর পুত্র। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৈয়ব ফতুল্লার শীর্ষ যুবলীগ ক্যাডার আজমতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহজনক আচরণের কারণে ইমিগ্রেশন পুলিশ তৈয়বকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা মামলায় সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, তৈয়বের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।