ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দলটির মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে উপজেলার কাঞ্চন, মায়ারবাড়ি ও রানিপুরা এলাকায় তিনি লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন।
এ সময় ওয়াসিম উদ্দিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি সারাদিন ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রচারণাকালে তিনি বলেন, “এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ট্রাক প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজপথের আন্দোলনের পাশাপাশি নির্বাচনী মাঠেও সক্রিয় রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়, আর ট্রাক প্রতীকই সেই পরিবর্তনের প্রতীক।”
এ সময় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং পথসভা ও সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

