শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ের রূপ বদলে দিতে চান প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৫, ২৪ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ের রূপ বদলে দিতে চান প্রার্থীরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন নিয়ে আসনটির এমপি প্রার্থীরা তাদের বিস্তর কর্মপরিকল্পনা তৈরি করেছেন। নিজেদের তৈরি ইশতেহার নিয়ে জনগণের কাছে যাচ্ছেন তারা। জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত সমস্যাগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থীরা। 

সোনারগাঁয়ের অন্যতম সমস্যা হল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দুর্বল সড়কপথ। এ দুটো বিষয়কে অগ্রধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেছেন প্রার্থীরা।

সোনারগাঁয়ে সড়ক পথে ডাকাতি একটি বড় সমস্যার কারণ। এছাড়াও নদী তীরবর্তী অঞ্চল ও নদী পথে নৌ ডাকাতদের উপদ্রবও বাড়ছে এ অঞ্চলে। নির্বাচিত জনপ্রতিনিধির অন্যতম চ্যালেঞ্জ হবে এসকল বিষয় মোকাবিলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়াও সোনারগাঁয়ে বালু মহল দখল, সন্ত্রাস, অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান, নদী দখল ও  ভূমিদস্যুতা বড় সমস্যা। সামনে নির্বাচিত হতে পারলে এসকল সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের এগারো জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকের প্রার্থী, স্বতন্ত্র হিসেবে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, জামায়াতে ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা. শাহজাহান, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, জনতার দলের আবদুল করিম মুন্সি, এবি পার্টির আরিফুল ইসলাম, গণ অধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী মাঠে আছেন।

বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, আমি জনগণের কাছে শান্তির বার্তা নিয়ে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সোনারগাঁয়ে কোন সন্ত্রাস, রাহাজানি কিছুই থাকবে না। আমি সোনার সোনারগাঁ গড়বো।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমরা জনগণের কাছে যাচ্ছি তাদের দুঃখের কথা শুনছি। মানুষ শান্তিতে থাকতে চায়। তারা যেন শান্তিতে থাকতে পারে এমন একটি উপজেলা আমি গড়তে চাই।

তিনি আরও বলেন, শিল্প এলাকার নিরাপত্তা আমরা অন্যতম অগ্রাধিকার হবে। আমি চাই মানুষ যেন শান্তিতে কাজ করতে পারে ব্যাবসায়ীরা যেন শান্তিতে ব্যাবসা করতে পারে সেটি আমি নিশ্চিত করবো।

নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৯৬৩ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ৯৮ হাজার ৩০৮ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৮৮ হাজার ৬৫১ জন। এ আসনে হিজরা ভোটার ৪ জন। এ আসনে ভোটকেন্দ্র ২১০টি এবং ভোট কক্ষ ১১২৮টি। এ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।