ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজ এলাকায় এক অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেটগামী মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। এসআই মোহাম্মদ মাসুম লাভলুর নেতৃত্বে পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। আশপাশে খোঁজখবর নিয়েও নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন জানান, মৃত ব্যক্তি একজন ভবঘুরে এবং তার আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

