
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই পুরষ্কার বিতরণ ও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ উবায়দুর রহমান সাহেল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি), এল.জি.ই.ডি উপজেলা প্রকৌশলী আকতার হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের ঘোষণা দেন এবং যাতায়াতের জন্য একটি স্কুল ভ্যান দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।