
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নুর ম্যানশন নামের একটি ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ফার্নিচার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ফার্নিচার মার্কেটে আগুন দেখতে পান তারা। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও জোনের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক ওসমান গনি বলেন, ‘ফার্নিচার মার্কেটে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও থেকে ৫টি ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্ত করে জানানো যাবে।’
সূত্র : দৈনিক আমাদের সময়