শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূর্বাচলে অটোচালকদের বিক্ষোভ, পুলিশকে বেধড়ক পিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২১, ৬ মার্চ ২০২৫

আপডেট: ১৭:২২, ৬ মার্চ ২০২৫

পূর্বাচলে অটোচালকদের বিক্ষোভ, পুলিশকে বেধড়ক পিটুনি

ফাইল ছবি

পূর্বাচলে ৩০০ ফিট সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছে চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসময় অটো চালকরা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কের চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে এক এসআই ও কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিক্ষুব্ধ অটো চালকরা। 

বুধবার (৫ মার্চ) দুপুরে কাঞ্চন কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।  

অটো চালকরা জানান, গত কয়েক দিন ধরে ওই সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জাহিদের লোকজন প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে। এতে নারাজি হলে বেশ কয়েকজন অটো চালককে মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়। তাদের অভিযোগ, বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানালে তারা কিছু করেনি। 

তারা জানান, এদিন সকাল থেকে আবারও চাঁদার জন্য অটো চালকদের ওপর চড়াও হয় রাকিব-জিহাদের লোকজন। এসময় তারা কয়েকজন চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করে। প্রতিবাদে দুপুর একটার দিকে অটো চালকরা গাড়ি বন্ধ করে একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়। বন্ধ করে দেন সব বিআরটিসি বাস চলাচল এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। 

এদিকে খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ অটো চালকরা এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ আবু ছাইম বলেন, গাড়ি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে অটো চালকদের মধ্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর চড়াও হয়। 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী।