
সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত আরও পাঁচ সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিএনজি চালক জুয়েল, সবুজ, বিপুল, তুহিন ও শহিদুল্যাহ মিয়া।
এর আগে বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিলো।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার সকালে পূর্বাচলের তিনশ’ ফিট সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় সড়কে চলাচলরত সিএনজি চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের কাজে নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হয়।
এর প্রতিবাদে সিএনজি চালকেরা তিনশ’ ফি সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলো এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধ সিএনজি চালকেরা পুলিশের এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধর করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জন নামীয়সহ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এরপর পুলিশ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি চালক জুয়েল, সবুজ, বিপুল, তুহিন ও শহিদুল্যাহ মিয়াকে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে গ্রেপ্তার জুয়েলকে দশদিনের ও বাকিদের চারদিনের রিমান্ডে নেয়ার আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়েছে।