
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রাম রাখার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিলভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকার গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত সন্ধ্যা ৭টারদিকে নুরুল হক মার্কেটের পাশে দানিছের মালিকানাধীন তেলের গোডাউনে হঠাৎ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে গোডাউনে থাকা পেট্রোল, ডিজেল, অকটেন ও কেরোসিনের তেল ভর্তি বিপুল সংখ্যক ড্রাম পুড়ে যায়।
এসময় আগুনে পাশে থাকা একটি মোটরসাইকেল পুড়ে যায়। আগুনে কমপক্ষে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি মালিকপক্ষের। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে। তারপরও আগুনের কারন খতিয়ে দেখা হচ্ছে।