বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সুনামগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের ডাকাত সর্দার সাহেব আলী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৬, ১৫ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের ডাকাত সর্দার সাহেব আলী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ দল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কঃ এইচএম সাজ্জাদ হোসেন। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
  
র‍্যাবের এই কর্মকর্তা জানান, সাহেব আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা থেকে সাহেব আলীর স্ত্রী ও ছেলেসহ চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১১। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, এনআইডি কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ, গত ৩০ সেপ্টেম্বর রাতে  ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টিম। অভিযানে ২০ মামলার আসামি সাহেব আলীকে আটক করা হলে তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওইদিন সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্যসহ চারজন আহত হয়।