বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পিআর পদ্ধতিতে নির্বাচন দিন: মাসুম বিল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২২, ১৫ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন দিন: মাসুম বিল্লাহ 

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, এ সরকার জনগণের সরকার। সকল দলের সরকার। কোন পক্ষ বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দায়িত্ব দেয়া হয় নাই। কোন দলের পক্ষে না গিয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে জনতার দাবি মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন। 

বুধবার ১৫ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর-এর উদ্যোগে পি আর সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। খ. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। গ. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ঘ. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ঙ. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধনে সভাপতির বক্তব্যে নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এসব কথা বলেন। 

সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, দেশে এখন পর্যন্ত নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয় নি। আইন-শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন ইউনিট এখন পর্যন্ত প্রায় অকার্যকর। এমতাবস্থায় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো যাবে না। কাজেই অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করুন। পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হবে না।