
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় আসামি রুবেল মিয়াকে (৩৮) জামালপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১।
এর আগে গত ১৪ অক্টোবর জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি রুবেল মিয়া (৩৮) সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
এর আগে গত ২০২২ সালে গ্রেফতারকৃত আসামি রুবেল মিয়ার সহিত ভিকটিমের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে ভিকটিম আসামীর বাড়ীতে আসা যাওয়া করতে থাকেন। উক্ত আসামী ভিকটিমকে বিবাহ করার আশ্বাস দিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে ভিকটিমের নিকট হইতে বিভিন্ন অজুহাতে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে। সে একাধিকবার বিভিন্ন জায়গায় ভিকটিমের সহিত শারিরীক সম্পর্ক স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর রাত এগারোটার দিকে সোনারগাঁও থানাধীন ঘোলপাড়া সাকিনস্থ তার শয়ন কক্ষে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর আসামী রুবেল মিয়া বাহির হতে খাবার আনার কথা বলে তাহার বসতঘরে তালা দিয়ে বাহিরে চলে যায়। পরবর্তীতে তার শয়ন কক্ষে প্রবেশ করে ঘরের দরজা আটকে দিয়ে উক্ত ঘটনা কাউকে বললে সে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে একই তারিখ সকাল বেলা ভিকটিম ডাক-চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি সেখান থেকে গোপনে পালিয়ে যায়।
এঘটনায় ভিকটিম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামি রুবেল মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।