ফাইল ছবি
নারায়ণগঞ্জে পুলিশ সুপারের ছবি হোয়াটস অ্যাপে ব্যবহার করে শিল্পপতিদের কাছ থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত একটি প্রতারণা চক্রকে ধরেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের কাছে দুই লাখ টাকা দাবির ঘটনায় পুরো চক্রের কার্যক্রম উদঘাটিত হয়।
১০ নভেম্বর সকাল ১১টা ২৮ মিনিটে মোবাইল ০১৮৭৫১৫৭৪৭০ নম্বর থেকে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে হাতেমের কাছে ফোন করে দুই লাখ টাকা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ২৪৬১৫৮০০১০০২৭ এ পাঠাতে বলা হয়। খবর পেয়ে পুলিশ সুপার নারায়ণগঞ্জ নির্দেশ দিলে গোয়েন্দা পুলিশ মোবাইল নম্বর ০১৭০৩৩৫৩১৪৯ শনাক্ত করে আড়াইহাজারে অভিযান চালায়।
অভিযানে চৈতনকান্দার দ্বীন ইসলামকে গ্রেফতার করা হলে সে জানায় যে পলাতক বিল্লাল হোসেন, রবিউল হাসান রবিন, ফিরোজ কবিরসহ আরও কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার ছবি ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। তারা একই অ্যাকাউন্টে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করে।
এ ঘটনায় এস আই এস এম আব্দুল আজিজ বাদী হয়ে পেনাল কোড ৪১৯, ৪২০, ৪০৬, ৩৮৫, ৩৮৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

