সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪০, ২০ ডিসেম্বর ২০২৫

না.গঞ্জে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শ্রীনিবাসদী এলাকায় পাওয়া মস্তকবিহীন অজ্ঞাত যুবকের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য চার দিনের মধ্যেই উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। এই ঘটনায় সরাসরি জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (২০ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই এর নারায়ণগঞ্জের এসপি মোঃ মোস্তফা কামাল রাশেদ। 

পিবিআই জানায়, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পাওয়া লাশটির পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবক হলেন রাজবাড়ীর পাংশা এলাকার আবরাহাম খান প্রকাশ আলিম খান (২৭), যিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।

​পিবিআইয়ের তদন্তে জানা যায়, পরকীয়াজনিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত আলিম খানের সঙ্গে গ্রেপ্তারকৃত আসামি মোঃ রুহুল আমিন প্রকাশ রাব্বির (২৬) খালার সম্পর্ক ছিল। সম্পর্ক জানাজানি হলে আলিম খান ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন বলে অভিযোগ।

​পরিকল্পনা অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর খালাকে টোপ হিসেবে ব্যবহার করে আলিম খানকে রাজবাড়ী থেকে আড়াইহাজারে ডেকে আনা হয়। সেখানে তাকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এবং পরিচয় গোপন করতে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।