ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রোহান (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে রেলস্টেশন এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় মাদক ব্যাবসায়ীরা রোহানকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

