রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাজনীতি মানেই সেবা: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:১৬, ১০ জানুয়ারি ২০২৬

রাজনীতি মানেই সেবা: দিপু ভূঁইয়া 

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ফ্রী মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রাজনীতি মানেই সেবা। এটা গত সতেরো বছর মানুষ ভুলে গিয়েছিল। রূপগঞ্জের রাজনীতি করতে গেলে সেবার রাজনীতি করতে হবে। এটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রূপগঞ্জ থেকে দেখে অন্যান্য এলাকার মানুষ শিখবে।

শনিবার (১০ জানুয়ারি) রূপগঞ্জের তারাব পৌরসভায় বিএনপির মরহুমা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ফ্রী মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অন্তরে ছিল। বাংলাদেশের ইতিহাসে কারও জানাজায় এত লোক হয়নি। খালেদা জিয়া মানুষের কল্যানে ছিল সবসময়। আজ তার সন্তান তারেক রহমান এদেশে পা রেখেছেন। মানুষ বলছে গণতন্ত্র দেশে ফিরতে এসেছে। 

তারাব পৌরসভা এ ক্যাটাগরির পৌরসভা। কিন্তু দুঃখের বিষয় এখানে উন্নয়ন হয়নি। আমাদের সরকার আসলে আমরা তারাব পৌরসভার চেহারা ঢাকার চেয়ে সুন্দর করবো।

তারাববাসী চাকরি পায় না। আমি বলতে চাই আপনাদের ইন্ডাস্ট্রি চললে আমার তারাববাসীর ঘরেও চুলা জ্বলতে হবে। নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরির জেলা বানিয়ে রেখেছে। আমরা নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরি জেলা বানানোর দাবী জানিয়েছি এবং এর কাজ শুরু হয়েছে। আমরা দাবী করেছি নারায়ণগঞ্জকে রাজউক নয় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করে দিতে হবে। এটার কাজও শুরু হয়েছে।