রোববার, ১১ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১১ দলের প্রার্থী ঘোষণা হয়নি, ভোটের মাঠে এগিয়ে মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৮, ১০ জানুয়ারি ২০২৬

১১ দলের প্রার্থী ঘোষণা হয়নি, ভোটের মাঠে এগিয়ে মাসুম বিল্লাহ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার অভাবে ভোটের মাঠে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই সুযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এগিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

জানা গেছে, প্রথমদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মাওলানা মঈনুদ্দিন আহমদের নাম আলোচনায় ছিল। তবে তিনি পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার সরে দাঁড়ানোর পর নতুন করে জোটের প্রার্থী কে হচ্ছেন—তা নিয়ে এখনও কোনো দল আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে জোটের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে বিভ্রান্তি।

এদিকে স্থানীয়ভাবে এবিএম সিরাজুল মামুনকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রচার চালানো হলেও বিষয়টি নিয়ে এখনো জামায়াতে ইসলামী কিংবা জোটভুক্ত অন্য কোনো দল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে এই প্রচারকে কেন্দ্র করে মাঠপর্যায়ে জোরালো কোনো সাংগঠনিক কার্যক্রমও চোখে পড়ছে না।

এই পরিস্থিতিতে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শেষ পর্যন্ত তিনি ভোটের মাঠে থাকবেন এবং জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে লড়বেন। তার নির্বাচনী প্রচারণা ইতোমধ্যেই এলাকায় দৃশ্যমান হয়ে উঠেছে।

মুফতি মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জের রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি এর আগে একাধিকবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও সেসব নির্বাচনে জয়ী হতে পারেননি, তবে ধারাবাহিক অংশগ্রহণের কারণে ভোটারদের মধ্যে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বেড়েছে।

বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকা প্রায় একই হওয়ায় স্থানীয় ভোটারদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ও পরিচিতি রয়েছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণেও তিনি একটি নির্দিষ্ট ভোটব্যাংক গড়ে তুলতে সক্ষম হয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১১ দলীয় জোটের প্রার্থী নিয়ে অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে তার সরাসরি লাভবান হবেন মুফতি মাসুম বিল্লাহ। কারণ, ভোটের মাঠে এখন পর্যন্ত তিনিই সবচেয়ে সংগঠিত ও দৃশ্যমান প্রার্থী হিসেবে এগিয়ে আছেন।

সব মিলিয়ে, নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন যতই এগোচ্ছে, ততই প্রার্থী সংকটের কারণে ১১ দলীয় জোট চাপের মুখে পড়ছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।