ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- বন্দর থানার শ্রীরামপুর এলাকার দীন মোহাম্মদের ছেলে মো. জাবের হোসেন (২৫)।
ডিবি পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শ্রীরামপুর ভূঁইয়া ব্রিক্সের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

