শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

​’ভারমুক্ত’ তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধারের কান্ডারিকে অভিনন্দন জানালো দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৭, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:৪৮, ৯ জানুয়ারি ২০২৬

​’ভারমুক্ত’ তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধারের কান্ডারিকে অভিনন্দন জানালো দিপু

ফাইল ছবি

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

​বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলটির শূন্য হওয়া শীর্ষ পদে গঠনতন্ত্র অনুযায়ী আজ (শুক্রবার) স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানের এই ঐতিহাসিক পদার্পণকে গণতন্ত্রের জন্য এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

​দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে তারেক রহমান বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তির মূল কান্ডারি। তার রাজনৈতিক জীবনের কিছু উল্লেখযোগ্য দিক হলো-

​তৃণমূলের সংগঠক: তারেক রহমান রাজনীতিকে রাজধানী-কেন্দ্রিক না রেখে প্রথম নেতা হিসেবে ২০০২-২০০৬ সালের মধ্যে দেশব্যাপী 'তৃণমূল সম্মেলন' শুরু করেন। গ্রামে ঘুরে সাধারণ কর্মী ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তিনি বিএনপিকে একটি 'তৃণমূল-বান্ধব' দলে রূপান্তর করেন।

​নির্বাসনে থেকেও নেতৃত্ব: ২০০৮ সাল থেকে প্রায় এক দশকেরও বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসনে থেকেও তিনি তথ্যপ্রযুক্তির মাধ্যমে (ভার্চুয়াল প্ল্যাটফর্মে) দেশের প্রতিটি ইউনিটের নেতার সঙ্গে সরাসরি যুক্ত থেকে দলের ঐক্য ও কার্যক্রম ধরে রাখেন। চরম প্রতিকূলতার মধ্যে দলকে সুসংগঠিত রাখার এই কৌশল আধুনিক রাজনৈতিক ইতিহাসে বিরল।

​শারীরিক নির্যাতন ও দৃঢ়তা: এক-এগারোর সময় (২০০৭-২০০৮) গ্রেপ্তার ও রিমান্ডে থাকাকালীন তার ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়, তাতে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। শারীরিক যন্ত্রণার এই অগ্নিপরীক্ষা তাকে আরও সংযমী ও আদর্শের প্রতি অবিচল করে তোলে।

​সংস্কারবাদী দর্শন: তাঁর রাজনৈতিক দর্শনের মূলকথা হলো 'সবার আগে বাংলাদেশ'। তিনি 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' পেশ করেছেন, যার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার মতো সুদূরপ্রসারী গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব রয়েছে।

​প্রত্যাবর্তন: দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তিনি গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে এসেছেন, যা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

​শুভেচ্ছা বার্তায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু:

​শুভেচ্ছা জানিয়ে নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, "ভারপ্রাপ্তের ভারমুক্ত হয়ে তারেক রহমান আজ দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এটি শুধু একটি পদবি পরিবর্তন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে এক নতুন প্রেরণার নাম। তৃণমূলের নেতা থেকে শুরু করে দলের সর্বোচ্চ পদে তার এই উত্তরণ প্রমাণ করে, তিনি কোনো সুবিধাবাদী নেতা নন, বরং দেশের মাটি ও মানুষের প্রতি যার অবিচল আস্থা রয়েছে। তারুণ্য, দূরদর্শিতা এবং তৃণমূলের প্রতি তার মমত্ববোধ- এই তিনের সমন্বয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্ব আমাদের দলকে সঠিক পথে এগিয়ে নেবে। গণতন্ত্র, ভোটাধিকার এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।"