ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভাধীন এলাকায় গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়লেন দুই চোর।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭টায় আড়াইহাজার-মদনপুর পাকা রাস্তার ওপর, নোঁয়াপাড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ২১-৮৮০১ নম্বরযুক্ত একটি পিকআপে দুটি ষাঁড় গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন তাদের পথ আটকায়। জিজ্ঞাসাবাদে তারা সঠিক উত্তর দিতে না পারায় জনতা তাদের গরু চোর সন্দেহে গণপিটুনি দেয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই চোরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা থানা হেফাজতে আছে।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার পাইক্কাপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে সোহেল (২৮) ও মাধবদী থানার কান্দাপাড়া গ্রামের আলী-এর ছেলে সুমন (৫০)।
এছাড়াও, তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান এবং চুরি হওয়া দুটি ষাঁড় গরুও উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, আটকৃত দুই ব্যক্তি গরু চোর। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

