
ফাইল ছবি
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৫০টি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। তবে কি কারণে এমনটি তা কর্তৃপক্ষ বলতে পারছে না।
সোমবার (১৫ মে) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
এদিকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এপথে চলাচলকারী সিএনজিচালিত বাস, গাড়ি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও আরোহীরা।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেট্রো সিএনজি এন্ড ফিলিং স্টেশনের ম্যানেজারের মতিয়ার রহমান জানান, ২ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নির্দিষ্ট কারণ জানা নেই কেন বন্ধ আছে। শুধু আমার এখানে নয়, আশেপাশে যে কয়টি পাম্প রয়েছে সব খানেই এক অবস্থা।