মানববন্ধন
এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ইসলামী ব্যাংকের প্রায় দেড় শতাধিক গ্রাহকরা উপস্থিত হয়ে বরখাস্তের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিগত ২০১৭ হতে ২০২৪ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নির্বাচনের ফলে মাফিয়া 'এস আলম' গ্রুপের সঙ্গে ইসলামী ব্যাংকে আঁতাত করার কারণে এস আলম একক আদিপত্যের মাধ্যমে ব্যাংকের সকল সেক্টরে নিজেদের লোকজন বসিয়েছে। এতে ব্যাংকের গৌরব নষ্ট হয়েছে। পূর্বের দক্ষ ও অবিজ্ঞ কর্মকর্তাদের ছাটাই করে নিজেদের পছন্দের মানুষকে নিয়োগ দিয়েছেন এস আলম। ফলে ব্যাংকে লুটপাট করায় আমরা গ্রাহকরা সেবা বঞ্চিত হয়েছি। তাই আমরা চাই ব্যাংকের সুনাম ধরে রাখার পাশাপাশি সঠিক সেবা পেতে অবৈধভাবে চেয়ারে বসা কর্মকর্তাদের অতিলম্বে বরখাস্ত করা হোক। আমরা গ্রাহকরা চাই পুনরায় যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হোক।
আব্দুর রহিম নামের আরেক গ্রাহক বলে, আমরা গ্রাহকরা সেবা থেকে ১৫ বছর ধরে দূরে সরে আছি। আমার চাই এই ব্যাংক আমাদের পূর্বের মতো সেবা অব্যাহত রাখুক। ফলে শেখ হাসিনা সরকারের আমলে যেসব কর্মকর্তা চেয়ারে বসেছে তারের বরখাস্ত করা হোক।

