উঠান বৈঠক
রূপগঞ্জের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি বলেন, জনগণই আমার শক্তি, জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা।
বুধবার (২৯ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিজ বাসভবনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সহস্রাধিক সাধারণ ভোটার ও দলেত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জের মানুষের সুখে-দুঃখে আমি সবসময় ছিলাম এবং থাকবো। এই এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফেরাতে আমি রাজনীতি করি। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের রাজনীতি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
দিপু ভুঁইয়া বলেন, আমাদের লক্ষ্য একটাই এই দেশকে আবারও জনগণের হাতে ফিরিয়ে দেয়া। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা এবং তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো সংস্কার করে একটি আধুনিক, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।
এসময় উপস্থিত নেতাকর্মীরা দিপু ভুঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জকে একটি আধুনিক ও উন্নত অঞ্চলে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

