
এতিম ছাত্রদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
মাদ্রাসার ৩ শতাধিক এতিম ছাত্রদের সাথে নিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ওমর ফারুক।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের হিরাঝিলস্থ কাউন্সিলের কার্যালয়ে দোয়া মাহফিল শেষে কেক কেটে এতিম ছাত্রদের নিয়ে জন্মদিন পালন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং জাতির জনকের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নেছার উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ রমজান হোসেন,
আব্দুল হান্নান, মোঃ মনির হোসেন, মেহেদী মুন্সী, নজরুল ইসলাম ও রাব্বি মিঞা প্রমুখ।