
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ বেসবল-সফটবল ফেডারেশনের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ স্টেডিয়ামে দিনব্যাপী বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই প্রশিক্ষণ ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল আসন্ন অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নারী ও পুরুষ বেসবল প্রতিযোগিতা সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সম্ভাব্য দল গঠন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ ও উদীয়মান খেলোয়াড়রা অংশ নেন। মাঠ পর্যায়ে প্রাথমিক স্কিল ট্রেনিং, বেসিক নিয়ম-কানুন, বেসবলের কৌশলগত শিক্ষা ও অনুশীলনের মাধ্যমে দিনটি ছিল প্রশিক্ষণে ভরপুর।
প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন, বাংলাদেশ বেসবল-সফটবল ফেডারেশনের সভাপতি আফজালুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ড. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের এবং যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ।
বাংলাদেশ বেসবল-সফটবল ফেডারেশনের সভাপতি আফজালুর রহমান বলেন, নারায়ণগঞ্জের মতো ক্রীড়াপ্রেমী জেলায় এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের মূল লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে সুযোগ তৈরি করা। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকেও বড় তারকা খেলোয়াড় উঠে আসবে।
ক্যাম্প শেষে ফেডারেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে বেসবল ব্যাট, বল, গ্লাভসসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ফেডারেশন জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে এ ধরনের উন্নয়নমূলক বেসবল প্রশিক্ষণ কার্যক্রম বছরব্যাপী অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।