শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ব্যবসায়ী হত্যায় দুই আসামির যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১১, ২০ জুন ২০২২

ফতুল্লায় ব্যবসায়ী হত্যায় দুই আসামির যাবজ্জীবন 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ব্যবসায়ী সেলিম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (২০ জুন) জেলা ও দায়রা জন সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী ও ফয়সাল। 

আদালতের এপিপি জাসমিন আহমেদ জানান, ৩১ মার্চ ২০১৯ এ হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় পরবর্তীতে থানায় মামলায় দায়ের করা হয়। 

তিনি আরো জানান, আদালত ৪ আসামির মধ্যে যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২ জনকে খালাস ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। 

জানা যায়, ব্যবসায়ী সেলিম চৌধুরীর দুই লাখ টাকা আত্মসাৎ করতে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যা করে মোহাম্মদ আলীর গোডাউনে পুঁতে রাখে মোহাম্মদ আলী ও তার লোকজন। মরদেহের পাশে চুন দিয়ে রাখে যাতে করে মাটির সঙ্গে মিশে যায়। মোহাম্মদ আলীর পরিকল্পনা অনুযায়ী ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরীকে মোহাম্মদ আলীর গোডাউনে হত্যা করা হয়। এরপর মোহাম্মদ আলী, ফয়সাল, আলী হোসেন ও সোলয়মান মোট চারজন মিলে সেলিমের হাত-পা বেঁধে বস্তায় ভরে রাখে। পরে গোডাউনের ভেতরে একটি গর্ত করে মাটিতে পুঁতে রাখে মরদেহ। এরপর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।