বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এবিসি ইন্টারন্যাশনাল স্কুল এর ২য় দিনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

এবিসি ইন্টারন্যাশনাল স্কুল এর ২য় দিনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

ফাইল ছবি

এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠার ২৫বছর পূর্তি (রজত জয়ন্তী) উদযাপনের গতকাল সোমবার ছিল ২য় দিন। এদিন অনুষ্ঠানের শুরু হয় বিকেল পাঁচটায়। অনুষ্ঠানটি দুই পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান ও অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করে নবম শ্রেনীর ছাত্র জিলানী নাফি। এরপর স্বাগত বক্তব্য রাখেন স্কুলের মাননীয় প্রিন্সিপ্যাল জনাব ম আব্দুল হাই। তিনি তারপর বক্তব্যে এবিসি স্কুলের সাফল্যের অগ্রগতি তুলে ধরেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব এডিসি শিক্ষা ও আইসিটি জনাব ইসমত আরা।এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন স্কুলের চেয়ারম্যান জনাব মহসিন উদ্দিন আহমেদ,ম্যানেজিং ডিরেক্টর জনাব সাদেকুর রহমান মনির,পরিচালক জনাব রফিকুল ইসলাম,জনাব আব্দুল মতিন সরকার। এ ছাড়া  ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডেক্সেল এর কান্ট্রি ডিরেক্টর জনাব লিটন আব্দুল্লাহ। পঞ্ছিস বছর পূর্তি উপলক্ষে সবাই কে ক্রেস্ট প্রদান করা হয়। স্কুলের উপদেষ্টা হিসেবে সদস্য নিয়োগপ্রাপ্ত এবং এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল মিসেস পারভীন সুলতানা ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ।ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের পরিবেশনায় ছিল গান নাচ, কবিতা গীতিনাট্য,নাটক,কৌতুকও  জমকালো অনুষ্ঠান । ছাত্র ছাত্রীদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শক শ্রোতা ও চমৎকৃত করে। এছাড়া পরিবেশনার শুরুতে স্কুলের একাডেমিক সাফল্যের বিভিন্ন ভিডিও ক্লীক সকলের প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন কার্যক্রমের আলোকিতস্থল পঁচিশ বছরের পুরাতন ছাত্র ছাত্রীদের দিয়ে এক দুর্লভ মিলন মেলায় পরিনত হয়। আশে পাশে ছড়িয়ে পড়ে জন¯্রােত। স্কুলের নির্বাহী জনাব আব্দুল মোনায়েমেরে ২য় দিনের কর্মসূচির সমাপ্ত ঘোষনা করা হয়।