শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কিশোর গ্যাং ঠেকাতে পুলিশের অভিযানে পাশে থাকায় কাউন্সিলরকে হত্যার হুমকি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:২৬, ২৬ মে ২০২২

আপডেট: ০৮:৪১, ২৬ মে ২০২২

কিশোর গ্যাং ঠেকাতে পুলিশের অভিযানে পাশে থাকায় কাউন্সিলরকে হত্যার হুমকি 

পুলিশের অভিযানে কাউন্সিলর মনিরুজ্জামান মনির

নারায়ণগঞ্জে কিশের গ্যাং নির্মূলে সদর থানা পুলিশের অভিযানের সময় পাশে থাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৫ মে) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ নং ওয়ার্ডের সচিব মোঃ ইমরান হোসেন জিসান। 

বিষয়টি অবহিত করে নারায়নগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন কাউন্সিলর মনির। 

জিসান জানান, পুলিশের সাথে কিশোর গ্যাং নির্মূলে অভিযান চলাকালীন সৈয়দপুর এলাকার মাতব্বর বাড়ীর সামনে থাকাকালীন সময় অজ্ঞাত এক ব্যক্তি কাউন্সিলরের ফোনে ফোন করে। এসময় কাউন্সিলর মনিরকে প্রানে মেরে ফেলার হুমকিও দেন সে ব্যক্তি। 

এসময় হুমকিদাতা কাউন্সিলর মনির ও তার পরিবারের সদস্যদের ক্ষতি ও মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেন। 

এর আগে বুধবার সন্ধ্যা সাতটায় সদর থানা পুলিশের উদ্যোগে কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ নাসিকের কয়েকজন কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।