বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঝুকিপূর্ণ ভবনে শঙ্কা ঝুকিতে এলাকাবাসী, সিদ্ধান্ত নেবে মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৬, ১৯ মার্চ ২০২৩

ঝুকিপূর্ণ ভবনে শঙ্কা ঝুকিতে এলাকাবাসী, সিদ্ধান্ত নেবে মেয়র

ফাইল ছবি

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত সেই ভবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। ভবনটিতে পুনরায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয়রা। 

শনিবার (১৮ মার্চ) সকালে নিতাইগঞ্জের শতবছর পুরনো বানিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এঘটনায় আওলাদ নামের এক ব্যক্তি নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। পরে ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ফায়ার সার্ভিস। 

স্থানীয়রা জানায়, দুই বছর আগেও একবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল ভবনটিতে। ভবনটি বেশ পুরাতন। যেকোন সময় এটি ধসে পড়তে পারে। আরও আগেই ভবনটিকে পরিত্যাক্ত ঘোষণা করা উচিত ছিল। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে। ভবনটি বেশ পুরানো ও ঝুকিপূর্ণ হওয়ায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবেন।