
ফাইল ছবি
নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট মসজিদ পরিচালনায় নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় কমিটি গঠন করে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। আহ্বায়ক কমিটিতে সদস্য করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়াকেও।
পদাধিকার বলে কমিটিতে আহ্বায়ক হয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আর সাধারণ সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। কমিটিতে সদস্য হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জিপি), আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।