
প্রতীকী ছবি
নির্বাচনের আগেই মোটরসাইকেল চোরের কবলে পড়লেন এক কাউন্সিলর প্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়ে এসে দেখেন তার আইনজীবীর মোটর সাইকেলটি নেই।
মাত্র ১০ মিনিটেই চুরি হলো আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মোঃ সুমন এর ইয়ামাহা ফেজার এফআই ব্যান্ডের মোটর সাইকেলটি।
শুক্রবার (১২ মে) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসের নীচে ঘটে এ ঘটনা।
জানা গেছে, কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম দুপুর পৌনে ২টা নাগাদ আইনজীবী মোঃ সুমনসহ মোটর সাইকেলে চড়ে উপজেলা নির্বাচন অফিসে যান। নীচে মোটর সাইকেলটি রেখে দোতালায় উঠে রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মাত্র ১০ মিনিটেই মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মোঃ সুমন এ বিষয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইয়ামাহা ফেজার সাইকেলটির নাম ৩ লাখ টাকার উপরে বলে তিনি জানান।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, আমরা সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্ত ও মোটর সাইকেলটি উদ্ধার করার চেষ্টা করছি।