
সভা
নারায়ণগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন সচিব ও কমিটির সদস্যদের উপস্থিতিতে সভায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউনিয়ন পরিষদে সাথে সাথে লিপিবদ্ধ করার জন্য চেয়ারম্যান ও সচিবদের আন্তরিকতার সহিত কাজ করার জন্য জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারাগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা।