শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এ্যাম্বুলেন্স সুবিধা দেবে নাসিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৩

এ্যাম্বুলেন্স সুবিধা দেবে নাসিক

ফাইল ছবি

এবার বাজেটে নাগরিকদের জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার ঘোষণা দিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।

সোমবার (১১ সেপ্টেম্বর) নাসিকের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে নাসিক অডিটোরিয়ামে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি এ তথ্য জানান।

তিনি বলেন, কোভিডের সময় শুনেছিলাম অনেককে এ্যাম্বুলেন্স না দিলে নাকি অনেক কিছু হয়। এখানেও নাকি সিন্ডিকেট আছে। এবার আমরা আমাদের নাগরিকদের এ্যাম্বুলেন্স সেবা দিতে চাই।

বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা। অর্থ বছরের মোট ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে ঘোষিত বাজেটের ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।

গত ২০২২-২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের।